Another Surgery Camp Successfully Executed: 78 Children Treated to Date

“দুধ ন হাওয়াই আর পোলারে মারি ফালাইত হইয়্যি”, বলছিলেন চকরিয়া থেকে সন্তানকে ঠোঁট কাটার অপারেশন করাতে আনা এক মা। একজন বাবা বলছিলেন, তিনি শুনেছেন তালু কাটার অপারেশন করতে গিয়ে অনেক বাচ্চা মারা যায়। চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ, গর্ভাবস্থায় মা বাইরে গেলেই সন্তান ঠোঁট কাটা হবে’- এমন অনেক অনেক কুসংস্কারের কুপ্রভাবও প্রান্তিক সমাজে পুরোপুরি বিদ্যমান।

 

এসমস্ত কুসংস্কারকে পেছনে ফেলে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের ১০ জন শিশুর জন্য গত ৫ জুলাই বিনামূল্যে ঠোঁট ও তালু কাটার অপারেশন করা হয়। SP Group এর পৃষ্ঠপোষকতায় এবং Lion’s Disability Care এর বাস্তবায়নে চট্টগ্রামের Surgiscope Hospital এ আমাদের ৭ম থাউজ্যান্ড স্মাইলস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়। 

 

#CleftAwarenessMonth

#CampaignThousandSmiles

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

How and Why Tree Plantation is the Way Forward for Us!

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার মত পর্যাপ্ত বনভূমি না থাকা বাংলাদেশের দুর্যোগপ্রবণতার অন্যতম কারণ। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি দুর্যোগে প্রতিবছর ক্ষতিগ্রস্থ হয় উপকূলীয় অঞ্চলের জনজীবন। প্রাকৃতিক দুর্যোগের এই বিরূপ প্রভাব ঠেকাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পরিকল্পিত বনায়ন করা এখন সময়ের প্রয়োজন। এই লক্ষ্যে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন নিয়ে এসেছে ‘প্রজেক্ট অক্সিজেন ৪.০’, যার অধীনে খুলনার ডুমুরিয়া অঞ্চলে দুই লক্ষ গাছ রোপণের মাধ্যমে ‘মিনি সুন্দরবন’ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। 

 

সবুজায়নের এই লক্ষ্য বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশ্রগ্রহণের সুযোগ করে দিতে সকল খরচ সহ প্রতিটি গাছের মূল্য মাত্র ১৫ টাকা। ৩০ টাকা যদি হয়ে থাকে আপনার একবার যাতায়াতের রিকশা ভাড়া, তবে এই একবারের রিকশা ভাড়ার সমান টাকায় দুইটি গাছ দান করে আপনি পরিবেশের ভারসাম্য রক্ষায় আয়োজিত ‘প্রজেক্ট অক্সিজেন ৪.০’র অংশ হতে পারেন।

 

আমাদের সাহায্য পাঠাতে পারবেন নিম্নোক্ত মাধ্যমগুলোতে –

 

Bkash: 01404-111184 (Merchant) 

Nagad: 01779-394909 (Merchant)

 

Bank: 06933000780

Give Bangladesh Foundation 

Bank Asia, Satmasjid Road Branch 

 

Paypal: www.paypal.me/GiveBD

 

#ProjectOxygen

#শক্তকরিবাংলাদেশ 

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে

 

Yet Another Child Smiled Because of You

৩ সদস্যের ছোট্ট একটা পরিবার বসবাস করে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে। এই পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য মাত্র ৭ মাস বয়সী আরোশী দাশ। অন্যান্য বাচ্চার মতন আরোশীর জন্মগ্রহণ উৎসবটি হওয়ার কথা ছিলো আনন্দ আর আয়োজনে ভরপুর। অথচ বাদ সাঁধলো শিশুটির ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে জন্মানো।

আনন্দ আর আয়োজনের স্থলে জায়গা পেল প্রতিবেশীদের ভর্ৎসনা। কুসংস্কারে জর্জরিত সমাজব্যবস্থা প্রতিনিয়ত বাবা-মা কে দায়ী করতে থাকলো। তাদের বিশ্বাস, গর্ভবতী অবস্থায় সূর্যগ্রহনের সময় ঘর থেকে বের হওয়াই শিশুর এরূপ অবস্থার জন্য দায়ী। অথচ ঠোঁট কাটা বা তালু কাটা রোগ সম্পূর্নই জন্মগত ত্রুটি। 

জন্মগতভাবে এ ধরনের ত্রুটি নিয়ে আসা শিশুদের অপারেশন আমাদের দেশে একটি ব্যয়বহুল প্রক্রিয়া। ২২০০০ টাকা মাসিক আয়ের একটি পরিবারের কাছে তাই এই অপারেশন রীতিমতো অসম্ভব পর্যায়ের। আরোশীর মত নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা শিশুদের একটি স্বাভাবিক এবং সুস্থ জীবন দেয়ার লক্ষ্যে নিয়ে Campaign Thousands Smile যাত্রা শুরু করে। 

আমাদের এবারের যাত্রায় SP Group এর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে গত ৫ জুলাই আরোশীর অপারেশন করা হয়। এই অপারেশনের পর আরোশী নতুন হাসি হাসছে, এবং একটা নতুন জীবনের যাত্রা শুরু করেছে।

#CampaignThousandSmile

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে