সাধারণত যৌনপেশায় যুক্ত নারীরা প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জটিল সমস্যায় পড়েন শুধুমাত্র সঠিক তথ্য না জানার জন্য। অনেকে যোনিপথে বিভিন্ন সংক্রমণ এর শিকার হন, অনেকে জরায়ু ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হন। 

 

গিভ বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালিত প্রজেক্ট লড়াই ২০২১ সাল থেকে ভাসমান যৌনকর্মীদের ক্যাম্পেইন “পূর্ব পশ্চিমের” আওতায় এনে তাদের প্রজনন স্বাস্থ্যকে সুরক্ষিত করার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর মেডিকেল চেকআপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত দিক নির্দেশনা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ জুন ঢাকার মুগদায় আটজন যৌনকর্মীদের নিয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে তাদেরকে নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ সামগ্রীও প্রদান করা হয়। 

 

সমাজের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে আশা করি পাশেই থাকবেন।

 

#PurboPoschim

#ProjectLorai

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে