গত ১৮ জানুয়ারি, ২০২৫ তারিখে ‘জয় সকল শিশুর’ শেল্টার হোমে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প যেখানে ৬৯ জন শিশুকে চর্মবিশেষজ্ঞ ডা. সাইমা নুদার, তাসলিমা খান এবং রুকাইয়া লিমার তত্ত্বাবধানে স্কিন কেয়ার সেবা প্রদান করা হয়।  

 

সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, শতকরা ২০-৩০ ভাগ শিশু শুধু ত্বকের রোগের কারণেই অসুস্থতায় ভোগে। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বকের তুলনায় সংবেদনশীল হওয়ায় এবং বাংলাদেশে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে শিশুদের বিভিন্ন চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়াও, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণমাত্রায় সক্রিয় না থাকায় ত্বকের সংক্রামক ও অ্যালার্জিসহ প্রদাহজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রয়োজন শিশুদের প্রতি অধিক যত্নশীল হওয়া এবং তাদের চর্মরোগ সম্পর্কে সচেতন করা। কিন্তু একবার ভাবুন যৌনপল্লীতে জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে এসব জানতে পারা কিংবা চিকিৎসা সুবিধা নেয়াটা কি ভীষণ কঠিন নয়? এই শিশুদের জীবন মূলধারার শিশুদের মতো নয়। সুস্বাস্থ্য কী তা জানার সুযোগ তাদের কাছে সীমিত, জানার পথেও থাকে নানাবিধ বাধা। এমন শিশুদের নিয়েই কাজ করে আসছে ‘প্রজেক্ট পথচলা”। এরই পরিপ্রেক্ষিত চর্মরোগ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ‘জয় সকল শিশুর’ শেল্টার হোম ও KKF পরিচালিত স্কুলের শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চর্ম সংক্রান্ত সমস্যার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। 

 

KKF এর সহযোগিতায় এই কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

 

#HealthcareForAll

#ChildrenOfHope

#SkinDiseasePrevention

#MedicalCamp
#ProjectPothchola

#SocioEmotionalLearning

#Forwardtofuture

#GiveBangladesh 

#দেশেরপ্রতিটিপ্রান্তে

Source- https://bangla.thedailystar.net/life-living/news-575336