গত ১৮ই জানুয়ারী গিভ বাংলাদেশ ফাউন্ডেশন মাজেরচর, রাঙ্গাবালিতে একটি পরিবেশবান্ধব ব্রিজ নির্মাণের জন্য পূর্ব প্রস্তুতিমূলক পরিদর্শন 

সম্পন্ন করেছে। এসময় স্কুলের প্রধান শিক্ষক ও নির্মাণ দলকে সঙ্গে নিয়ে আলোচনা করা হয়। এ অঞ্চলের প্রায় ৭০ শিক্ষার্থী, যাদেরকে প্রতিদিন  এই খাল পার হয়ে স্কুলে আসতে হয়, ব্রিজের মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ এবং সহজ পথ তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য। 

 

এই ব্রিজটি লবণ-সহনশীল সিমেন্ট পিলার এবং কাঠের কাঠামো দিয়ে নির্মিত হবে, যা কম খরচে রক্ষণাবেক্ষণ করা যাবে। UCB ব্যাংক এর অর্থায়নে এবং KK Foundation- KKF এর সহয়তায় ফেব্রুয়ারি’র ১ম সপ্তাহ থেকে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

 

মাজেরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব রুহুল আমিন এর মতে, “আমাদের শিশুদের স্বপ্নের সেতু হয়ে উঠবে আপনাদের এই উদ্যোগ।”

 

এটি শুধু শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা উন্নয়নেই নয়, বরং এলাকার উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্রিজটি দীর্ঘমেয়াদে কম খরচে রক্ষণাবেক্ষণ সম্ভব হবে এবং স্থানীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে।

 

#UCB

#GiveBangladesh 

#KKFoundation

#দেশেরপ্রতিটিপ্রান্তে