১….২….৫০,০০০!

কোভিড মহামারীর মধ্যেই আঘাত হানা আম্ফানের প্রকোপ সামলে উপকূলকে সুরক্ষিত করতে ২০২০ সালে যাত্রা শুরু হওয়া প্রজেক্ট অক্সিজেনের আওতায় আমরা এখন অব্দি রোপণ করতে পেরেছি লক্ষাধিক গাছ, যার মধ্যে এবছর ডুমুরিয়াতেই লাগানো হয়েছে ৫০,০০০!

ম্যানগ্রোভের বীজ থেকে শুরু করে ঔষধির চারা সংগ্রহ, ঢাকা, খুলনা এবং ডুমুরিয়ার টীমের মধ্যে সমন্বয়স্থাপন, স্থানীয় মাদ্রাসা ও স্কুলশিক্ষার্থীদের সংযুক্ত করতে ‘ক্লাইমেট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ পরিচালনা- অক্সিজেন ৪.০ বাস্তবায়নের কাজটা সবমিলিয়ে ছিলো জটিল, কিন্তু আনন্দদায়ক। এই আনন্দ মূলত নতুন বাংলাদেশের জন্য কাজ করতে পারার আনন্দ, উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষায় অবদান রাখতে পারার আনন্দ!

এবারের প্রজেক্ট অক্সিজেনে চারটি ধারায় একযোগে কাজ করা হয়েছে এবং হচ্ছে- বৃক্ষরোপণের প্রক্রিয়া, ক্লাইমেট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, স্থানীয় কমিউনিটির সংযুক্তি এবং ইম্প্যাক্ট এসেসমেন্ট। সকল ধারার সম্মিলিত ফলাফল ২৮-৩০ সেপ্টেম্বরে ৫০,০০০ ম্যানগ্রোভ ও ঔষধি বৃক্ষরোপণ, যার দেখাশোনায় নিযুক্ত আছেন স্থানীয় ছাত্র-জনতা।

প্রাথমিক লক্ষ্য বাস্তবায়ন হয়েছে, তবে মূল উদ্দ্যেশে পৌঁছুতে রাস্তা আরো বাকি অনেকটা। ঘিরে দেয়ার মাধ্যমে ও পূর্ণকালীন কর্মীদের তত্ত্বাবধানে গাছের সার্বিক বৃদ্ধি ও যত্ন নিশ্চিত করা হচ্ছে। ৬০০ শিক্ষার্থীকে জলবায়ু সচেতন করে গড়ে তোলার জন্য ক্লাইমেট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কাজ চলমান। বিশেষজ্ঞদের যুক্ত করে প্রতি অর্ধবর্ষে অন্তত একবার রোপিত বৃক্ষের ইম্প্যাক্ট পরিমাপ করা হবে।

গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের ১২০+ স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমের প্রকাশ এই উদ্যোগ। সহযোগী সংস্থা কেকেএফ, অপট্রিয়াম, সোনামুখ পরিবার এবং কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের প্রতি কৃতজ্ঞতা এই উদ্যোগের সাথে থাকার জন্য।

দশ বছরে দশ লক্ষ গাছ শুনতে অর্জনযোগ্য নাও মনে হতে পারে, তবে আপনাদের সহায়তায় আমরা এখনো ট্র্যাকেই আছি!

একসাথে, একই লক্ষ্যে, একই পথে- শক্ত করি বাংলাদেশ!

 

#ProjectOxygen

#শক্তকরিবাংলাদেশ

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে