গত ২১শে জুন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও মাগুরখালী ইউনিয়নের স্থানীয় প্রশাসন (ইউনিয়ন পরিষদ), শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ধর্মীয় নেতা (ইমাম-পুরোহিত) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব- সর্বোপরি উক্ত দুই ইউনিয়নের সমাজের সকল স্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

 

কর্মসূচী সম্বন্ধে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয় জগগণের মতামত ও পর্যবেক্ষণ উঠে আসে। বৃক্ষরোপণ ও সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। 

 

প্রজেক্ট অক্সিজেন ৪.০ নিয়ে এলাকার শিক্ষার্থীদের কেন্দ্র করে বড় আকারের পরিকল্পনা করছি আমরা। বিস্তারিত আসছে!

 

#শক্তকরিবাংলাদেশ

#ShoktoKoriBangladesh

#ProjectOxygen

#GiveBangladesh

#দেশেরপ্রতিটিপ্রান্তে