নারীস্বাস্থ্য ও পিরিয়ড নিয়ে সচেতনতা তৈরিতে সবসময়ই নারী কিংবা কিশোরীদের অংশগ্রহণ দেখা যায়; তবে অজানাকে জানার জন্য, প্রচলিত ট্যাবু, ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য কিশোরদের  এই আলোচনায় সম্পৃক্ত করা সমান গুরুত্বপূর্ণ । Project Konna-এর নতুন উদ্যোগ ‘Campaign Agami’ এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে কিশোরদের জন্য একটি ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করা হয়।

 

গত ৭ নভেম্বর নীলক্ষেত উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় ৪৮ জন কিশোর। Sunnydale স্কুলের শিক্ষার্থীরা এটি পরিকল্পনা ও পরিচালনা করে, যেখানে কিশোরদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH), বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন এবং তাদের নারী সহপাঠীদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল কিশোরদের মাঝে পিরিয়ড-সম্পর্কিত ভুল ধারণা দূর করা এবং নারী ও কিশোরীর এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বোঝার জন্য তাদের প্রস্তুত করা। কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনার সুযোগ পায় এবং কিশোর বয়সে প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সম্পর্কে ধারণা লাভ করে  | কিশোর-কিশোরীর মধ্যকার কৈশোর ও বয়ঃসন্ধি বিষয়ক সহমর্মিতা মূলক আলোচনা সমাজে সহানুভূতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে, যেখানে কোনো লিঙ্গ ভেদাভেদ থাকবে না। 

 

Sunnydale স্কুলের শিক্ষার্থীদের নেতৃত্বে এবং Project Konna-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে কিশোরদের অন্তর্ভুক্তির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

#Sunnydale

#BreakTheTabooo

#ProjectKonna

#CampaignAgami

#EqualityStartsWithUnderstanding